৭ দিনে দেশের বিভিন্ন স্থান থেকে ১১১টি অস্ত্র উদ্ধার ও ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারে গত ৪ সেপ্টেম্বর মাঠে অভিযানে নেমেছে যৌথবাহিনী। পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে পুলিশের লুণ্ঠিত অস্ত্র জমা দেওয়ার জন্য ৩ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। সেই সময়সীমা শেষ হওয়ার পর অভিযানে নামে যৌথ বাহিনী। তখন পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়, পুলিশের লুণ্ঠিত অস্ত্র জমা না দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে উদ্ধারকৃত ১১১টি অস্ত্রের মধ্যে রয়েছে- রিভলভার ৭টি, পিস্তল ৩০টি, রাইফেল ৯টি, শটগান ১৫টি, পাইপগান ৩টি, শুটারগান ১৬টি, এলজি ৫টি, বন্দুক ১৫টি, একে ৪৭ ১টি, গ্যাসগান ১টি, চাইনিজ রাইফেল ১টি, এয়ারগান ১টি, এসবিবিএল ৩টি, এসএমজি ৩টি, টিয়ার গ্যাস লঞ্চার ১টি।
বিডি২৪অনলাইন/এন/এমকে