বন্যায় ১১ জেলায় ২৭৯৯ প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত

নিজস্ব প্রতিবেদক
১০ সেপ্টেম্বর ২০২৪

এবার বন্যায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ১১ জেলায় মোট হাজার ৭৯৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বইপুস্তকসহ অবকাঠামো আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।  এসব বিদ্যালয়ের সংস্কারের জন্য প্রাথমিকভাবে প্রায় ৩৩ কোটি টাকা দরকার।   বাজেট প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে সমন্বয় করা হবে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে  এক সভায় তথ্য জানানো হয়। ক্ষতিগ্রস্ত প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে নোয়াখালীতে ৭৬৩টি, লক্ষ্মীপুরে ৫০১, ফেনীতে ৫৫০, কুমিল্লার ৫২৩,  চাঁদপুরের ১৬৯, চট্টগ্রামের ১৬৪,  মৌলভীবাজারের ৭৭, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জে আলাদা করে ২২টি, সিলেটে ৮।  তবে খাগড়াছড়িতে বন্যা হলেও সেখানে কোনো বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়নি।

প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ সভায় সভাপতিত্ব করেন। অন্যান্যের বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের মহাপরিচালক নুরজাহান খাতুন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আব্দুস সামাদ, এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ মিয়া সরাসরি সংশ্লিষ্টরা অনলাইনে উপস্থিত ছিলেন।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর