র্যাবকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, সাধারণ মানুষের বদ্ধমূল ধারণা- যখন থেকে র্যাবকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার শুরু হয়, তখন থেকেই গুম, খুনসহ বিভিন্ন বেআইনি ও অপকর্মের সঙ্গে জড়িত হতে শুরু করে এ বাহিনী।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় র্যাব সদর দপ্তরে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় র্যাবকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করার নির্দেশ দেন।
উপদেষ্টা বলেন, র্যাব গঠনের সময় বলা হয়েছিল- এ বাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে না। কিন্তু পরবর্তীকালে সেটা আর মানা হয়নি। তিনি জানান, শুরুর দিকে একটি সুশৃঙ্খল ও সুসংগঠিত বাহিনী হিসেবে র্যাব মানুষের সম্মান, আস্থা ও বিশ্বাস অর্জন করে। পুলিশ ও সশস্ত্র বাহিনীর সেরা অফিসারদের এখানে পদায়ন করা হতো। কিন্তু যখনই রাজনৈতিক বিবেচনায় এ বাহিনীতে পদায়ন শুরু হয়, তখন থেকে এতে পচন ধরতে শুরু করে বলেও জানান তিনি।
ভালোবাসা, ব্যবহার ও পারফরম্যান্সের মাধ্যমে র্যাবে হারানো গৌরব ও সম্মান পুনরুদ্ধার সম্ভব বলেও মনে করেন উপদেষ্টা। বলেন, এ জন্য আইনের মধ্যে থেকে র্যাবকে কাজ করে যেতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বেআইনি আদেশ যেমন মানা যাবে না, তেমনি অননুমোদিত ও বেআইনিভাবে কাউকে আটক রাখা যাবে না। ক্রসফায়ার, গুম, খুন থেকে দূরে থাকতে হবে র্যাবকে।
বিডি২৪অনলাইন/এন/এমকে