সেপ্টেম্বরের শুরু থেকেই দেশে বেড়ে চলেছে ডেঙ্গু আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা। এ মাসের প্রথম ১০ দিনে প্রায় চার হাজার ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন দেশের বিভিন্ন হাসপাতালে। এখনই ফলপ্রসু উদ্যোগ না নিলে ডেঙ্গু পরিস্থিতি সামনে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রাপ্ত তথ্য বলছে, রোগী ক্রমান্বয়ে বাড়তে থাকলেও আগস্ট পর্যন্ত ডেঙ্গু পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে ছিল। কিন্তু সেপ্টেম্বরে হঠাৎ পাল্টে গেছে ডেঙ্গুর চিত্র। সেপ্টেম্বরের প্রথম ১০ দিনে আক্রান্তের সংখ্যা পুরো আগস্টজুড়ে আক্রান্তের অর্ধেকের চেয়ে বেশি। শুধু আক্রান্তের সংখ্যাই বাড়ছে না, বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যাও । আগস্টে ডেঙ্গু আক্রান্ত ২৭ জন মারা যায়। সেপ্টেম্বরের প্রথম ১০ দিনেই ডেঙ্গু রোগীর মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৯ জনে।
স্বাস্থ্য বিভাগের হিসাবে, মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে ৫৩৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে মারা গেছেন ৫ ডেঙ্গু রোগী। চলতি সেপ্টেম্বরের ১০ দিনে তিন হাজার ৯৭৮ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান বলছে, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ১৬ হাজার ৮১৯ জন। এর মধ্যে ১৫ হাজার ৫৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ৬৬৪ জন। এ বছর ডেঙ্গুতে মোট মারা গেছেন ১০২ জন।
বিডি২৪অনলাইন/এন/এমকে