ক্রিকেটে ফিরছেন মাশরাফি

নিজস্ব প্রতিবেদক
১১ সেপ্টেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্র টি-টেন মাস্টার্স দিয়ে ক্রিকেটে ফিরতে যাচ্ছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এ টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজি ডেট্রয়েট ফ্যালকনস তাকে দলে ভিড়িয়েছে। যদিও রাজনৈতিক কারণে তার ভিসা পাওয়া নিয়েও শঙ্কা  আছে।

শুধু মাশরাফিকেই ফ্যালকনস জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাক, আরিফুল হক সৈয়দ রাসেলকে কিনে নিয়েছে। এদের বাইরে দলটিতে থাকছেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক অ্যারন ফিঞ্চ, ইংল্যান্ডের ডেভিড মালান, ওয়েস্ট ইন্ডিজের রায়াদ এমরিত, দিনেশ রামদিন,  শ্রীলঙ্কার থিসারা পেরেরা অ্যাঞ্জেলো পেরেরা।

খবর অনুযায়ী, দীর্ঘদিন ধরে মাঠের বাইরে রয়েছেন নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি। তবে সব কিছু ঠিক থাকলে বিপিএলও খেলবেন তিনি। এর আগে  টি-টেন মাস্টার্সের ফ্র্যাঞ্চাইজি লিগ দিয়ে মাঠে ফিরতে চাচ্ছেন সাবেক অধিনায়ক।

এদিকে, চুক্তি হলেও ফ্যালকনস মাঠে মাশরাফিকে পাবে কি না সেটা নিয়েও শঙ্কা রয়েছে। কেননা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পতন হওয়া আওয়ামী সরকারের এমপি হওয়ায় তার দেশত্যাগে বাধা আসতে পারে।  আর দেশত্যাগে বাধা না আসলে যুক্তরাষ্ট্র টি-টেন মাস্টার্সের ফ্র্যাঞ্চাইজি লিগ দিয়ে আবারও মাঠে ফিরবেন মাশরাফি।

আগামী ৮ নভেম্বর থেকে টি-টেন মাস্টার্সের দ্বিতীয় মৌসুম শুরু হওয়ার কথা রয়েছে। এ আসরের ফাইনাল ম্যাচটি হবে ১৭ নভেম্বর।

 

বিডি২৪অনলাইন/এস/এমকে


মন্তব্য
জেলার খবর