মন্তব্য
পশ্চিম আফ্রিকার দেশ সেনেগাল উপকূলে অভিবাসী ও শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে কমপক্ষে ২৬ জন মারা গেছেন। নৌকাটিতে শতাধিক যাত্রী ছিলেন। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি
খবরে বলা হয়েছে, নৌকাটি কাঠের তৈরি ছিল। মাছ ধরার কাজে ব্যবহার হতো। আর যাত্রা শুরুর পর ৪ কিলোমিটার যাওয়ার পরই নৌকাটি ডুবে যায়। নৌকাটি রাজধানী শহর ডাকার থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণে এমবোর থেকে রওনা হয়েছিল। স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে রওনা হয় নৌকাটি।
এদিকে নৌকাডুবির ঘটনায় নৌকাটির আরোহীদের বিপর্যস্ত আত্মীয় এবং বন্ধুরা সমুদ্র সৈকতে জড়ো হয়েছেন। তারা উদ্বেগের সাথে তাদের প্রিয়জনের খবর পাওয়ার জন্য অপেক্ষা করছেন। এ পর্যন্ত চারজনকে উদ্ধার করা হয়েছে, বাকিদের অনুসন্ধানের চেষ্টা চলছে।
বিডি২৪অনলাইন/আই/এমকে