আগামী তিন সপ্তাহের মধ্যে বিদ্যুতের বর্তমান অবস্থার উন্নতি হবে বলে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বিদ্যুৎ সংকট নিরসনের উদ্যোগ প্রসঙ্গে বলেছেন, বড়পুকুরিয়ায় সৃষ্ট কারিগরি সমস্যা দ্রুত মেরামত করা হচ্ছে। রামপাল পুনরায় চালু হয়েছে, যোগাযোগ করা হচ্ছে আদানির সঙ্গেও। গ্যাস দ্রুত আমদানির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্সের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতকালে এসব কথা বলেন।
দায়িত্ব গ্রহণের পর অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছেন উল্লেখ করে এ উপদেষ্টা বলেন, তেলের দাম কমানো, বিদ্যুৎ ও জ্বালানি খাতের লুটপাটের কাঠামো ভেঙে দেওয়া, ২০১০ সালের বিশেষ আইন স্থগিত ও বিআরসি আইনের ৩৪ ক ধারা বাতিল, কোম্পানির চেয়ারম্যান থেকে সচিবদের অপসারণ, বদলি ও নিয়োগ বাণিজ্য বন্ধের জন্য বদলি ও নিয়োগের নির্দিষ্ট নীতিমালা তৈরিসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। প্রতিযোগিতার মাধ্যমে সব ক্ষেত্রে যেন কাজ পায় সেটা নিশ্চিত করারও নির্দেশনা দিয়েছেন।
বর্তমান সরকারের সঙ্গে অন্য সরকারের পার্থক্য তুলে ধরে ফাওজুল কবির খান বলেন, বর্তমান সরকার কোনো পাতানো নির্বাচনের মাধ্যমে গঠিত নয়। এ সরকার বহু ছাত্র-জনতার রক্ত ও ত্যাগের বিনিময়ে গঠিত।
বিডি২৪অনলাইন/এন/এমকে