মন্তব্য
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও শেখ হাসিনা সরকারের এমপি মাশরাফি বিন মর্তুজার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে ছাত্র-জনতার আন্দোলনের মিছিলে গুলি, বোমা বিস্ফোরণ ও মারধর করার অভিযোগ আনা হয়েছে।
মামলায় মাশরাফির পাশাপাশি তার বাবা গোলাম মর্তুজা স্বপনসহ ৯০ জনকে আসামি করা হয়েছে। মামলায় মাশরাফিকে প্রধান ও হুকুমের আসামি করা হয়েছে।
মাশরাফির বিরুদ্ধে মামলাটি হয়েছে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে নড়াইল সদর থানায়। এর আগে আরেক তারকা ক্রিকেটার ও শেখ হাসিনা সরকারের এমপি সাকিব আল হাসানের বিরুদ্ধে ঢাকার আদাবর থানায় হত্যা মামলা হয়।
বিডি২৪অনলাইন/এস/এমকে