বাংলাদেশে ‘উগ্রবাদীদের উপস্থিতি’ নিয়ে ভারতের উদ্বেগ আছে বলে জানিয়েছেন দেশটির বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। আত্মবিশ্বাসেরর সঙ্গে বলেছেন, বাংলাদেশের পরিস্থিতি স্থিতিশীল হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বা তার পরে অন্য কোনো সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে সক্ষম হবে ভারত। খবর এনডিটিভি
খবরে বলা হয়েছে, চারদিনের সফরে যুক্তরাষ্ট্রে অবস্থানকালে সেখানকার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্নের জবাব দেন কংগ্রেসের এ নেতা। দেশটিতে তার চার দিনের অনানুষ্ঠানিক সফর মঙ্গলবার শেষ হয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ক্যাপিটল হিলে একদল মার্কিন আইনপ্রণেতার সঙ্গে বৈঠক করেন রাহুল গান্ধী। রাহুল জানান, বৈঠকে বাংলাদেশের প্রসঙ্গ তুলে ধরেছি আমরা, তারাও এ বিষয়ে কথা বলেছেন।
যে কোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে অবস্থানের কথা জানিয়ে কংগ্রেস নেতা বলেন, আমরা এটা বন্ধ করতে চাই। যত তাড়াতাড়ি সম্ভব সহিংসতা বন্ধ করা বাংলাদেশ সরকারের দায়িত্ব। আর আমাদের সরকারের দায়িত্ব সহিংসতা বন্ধে চাপ দেওয়া।
বৈঠকে বাংলাদেশ-পাকিস্তানসহ বেশ কয়েকটি ইস্যুতে মোদির নীতিকে সমর্থনের কথাও জানান রাহুল গান্ধী।
বিডি২৪অনলাইন/আই/এমকে