ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক
১৩ সেপ্টেম্বর ২০২৪

পাকিস্তানের মতোই স্বাগতিক ভারতের বিপক্ষে দুই টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে দলে একজন খেলোয়াড়ের পরিবর্তন আনা হয়েছে। কুঁচকির চোট থেকে পুরোপুরি সেরে না ওঠা বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে বিশ্রামে রেখে উইকেটকিপার ব্যাটার জাকের আলী অনিককে নেওয়া হয়েছে দলে।

সম্প্রতি দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিক পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। তাই পাকিস্তানের জন্য ঘোষিত স্কোয়াডের উপরই আস্থা রেখেছেন নির্বাচকরা।

আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্ট খেলতে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় শেষ টেস্ট ম্যাচ শুরু হবে ২৭ সেপ্টেম্বর, কানপুর স্টেডিয়ামে হবে এ ম্যাচ।

এদিকে টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাকের আলী অনিক।  টি-টোয়েন্টিতে ১৭টি ম্যাচ খেললেও  এখনো ওয়ানডেতে অভিষেক হয়নি তার।

বাংলাদেশের টেস্ট স্কোয়াড- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান, নাঈম হাসান খালেদ আহমেদ।


মন্তব্য
জেলার খবর