সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সমালোচনা করেছেন দেশের ক্রিকেটের সেরা দুই তারকা মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান। এ নিয়ে ভক্তদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এবার সাকিব ও মাশরাফিকে নিয়ে মুখ খুললেন বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন।
তিনি মাশরাফি-সাকিবের বক্তব্য নিয়ে বলেছেন, শুধু বলতে চাই যে, বিব্রতকর তো একটু লাগবেই, স্বাভাবিক। দু’জনই আমাদের দেশের আইকন।
শনিবার মিরপুর শের-ই- বাংলা স্টেডিয়ামে সাকিব-মাশরাফির বিষয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি।
খালেদ মাহমুদ বলেন, মাশরাফি বাংলাদেশ দলের আইকন, সফলতম অধিনায়ক, একজন কিংবদন্তি। আমি বলব বাংলাদেশ দলকে একসময় খাঁদের কিনারা থেকে তুলে আনা... আর সাকিব তো বিশ্বসেরা। ওর কথা বলে শেষ হবে না। দু’জনই দেশের আইকন, সেরা পারফরমার, সব দিক থেকেই।
মাশরাফি ও সাকিবের বক্তব্যকে তাদের ব্যক্তিগত অভিমত বলে মনে করেন তিনি, ‘এগুলোকে ওদের ব্যক্তিগত অভিমত মনে করি আমি। এটাকে আমরা যতটা গুরুত্ব দিচ্ছি, ততটা গুরুত্ব দেওয়ার কিছু নাই। খুবই সামান্য বিষয়। যেটা আমরা আলোচনার মাধ্যমে ঠিক করে ফেলতে পারি। এটা নিয়ে আসলে এত কথা বলাও ঠিক না।’