ভারতের পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামাজিকভাবে বয়কটের ঘোষণা দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন রাজ্যটির গভর্নর সিভি আনন্দ বোস। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
খবরে বলা হয়, পশ্চিমবঙ্গ রাজ্যের উদ্ভুত পরিস্থিতি জানিয়ে ভিডিও বার্তা দেন গভর্নর সিভি আনন্দ বোস। সেখানে তিনি বলেন, আমি সামাজিকভাবে মুখ্যমন্ত্রীকে বয়কট করছি। সামাজিক বয়কট মানে মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনও পাবলিক প্ল্যাটফর্মে একসঙ্গে থাকব না আমি।
ভিডিও বার্তায় পশ্চিমবঙ্গের রাজ্যপালের মুখে শোনা গেছে ‘লেডি ম্যাকবেথ’ ও কলকাতার নগরপাল বিনীত গোয়েলের প্রসঙ্গও। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, রাজ্যপালের এ বক্তব্যের পর রাজ্য-রাজভবন কেবল বিতর্কই নয়, রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর সম্পর্কের মধ্যে একটা টানাপোড়েনও সৃষ্টি হয়েছে। যদিও মুখ্যমন্ত্রী প্রকাশ্যেই এর আগে একাধিকবার রাজ্যপালের সঙ্গে তার সাক্ষাৎ নিয়ে দ্বিধার কথা তুলে ধরেছেন। তার রাজভবনে কেন সবাই যাবেন, সে প্রশ্ন রেখে মমতা বলেছিলেন, রাজভবনে যা কীর্তি-কেলেঙ্কারি ঘটছে, তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে, আমার কাছে অভিযোগ জানিয়েছে।
এদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোসের এ ঘোষণা নিয়ে কটাক্ষ করেছেন রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতা কুণাল ঘোষ। তিনি মনে করেন সাংবিধানিকভাবে ওই চেয়ারে বসে তিনি এ কথা বলতে পারেন না। উনি ওনার এখতিয়ার বহির্ভূত কাজ অনবরত করে চলেছেন।
কুণাল ঘোষ বলেন, রাজ্যপাল যেটা বলেছেন শুধু আপত্তিকরই নয়, সীমালঙ্ঘন। রাজ্যপালের সমস্যা হলে উনি চলে যেতে পারেন।
বিডি২৪অনলাইন/আই/এমকে