গণপরিবহনে সেবার মান বাড়ানোর দাবি ইমনের

নিজস্ব প্রতিবেদক
১৩ সেপ্টেম্বর ২০২৪

নতুন সিনেমা নিয়ে মিটিংয়ে যোগ দিতে দীর্ঘ সময় হাতে নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন অভিনেতা মামনুন ইমন। কিন্তু তিনিসহ যাদের সঙ্গে মিটিং ছিল, তাদের কেউই সময়মতো পৌঁছাতে পারেননি। যানজটে আটকে বিরক্ত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি।

পোষ্টের পরিপ্রেক্ষিতে সংবাদ মাধ্যমকে ইমন বলেন, দিনের বেশিরভাগ সময় কেটে যাচ্ছে জ্যামে। কয়েক মিনিটের রাস্তা পার হতে ঘণ্টা পার হয়ে যাচ্ছে। এখনই যানজট কমাতে ব্যবস্থা না নিলে সামনের দিনগুলোর পরিস্থিতি হবে আরও খারাপ।

পরিস্থিতি থেকে উত্তোরণে ইমন মনে করেন, নতুন অনেক রাস্তা করতে হবে। গণপরিবহনে সেবার মান বাড়াতে হবে, যাতে ব্যক্তিগত গাড়ি কম ব্যবহার করে সবাই এটায় বেশি যাতায়াত করেন। বিষয়ে এক্সপার্টরা নতুন নতুন আইডিয়া দিতে পারবেন, যেটা জ্যাম কমাতে কার্যকর ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর