মন্তব্য
দেশে ফিরেছেন তামিম ইকবাল ও পেসার হাসান মাহমুদ। ইনজুরির কারণে খেলতে পারছেন হাসান। আর ব্যাক্তিগত কারণ দেখিয়ে টি-টোয়েন্টি থেকে ছুটি নিয়েছেন তামিম।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগ থেকে জানানো হয়েছে, ইতোমধ্যে নিউজিল্যান্ড থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন হাসান ও তামিম।
এক বিবৃতিতে বিসিবি জানায়, ‘রোববার থেকে কিউইদের বিপক্ষে শুরু হওয়া টি-টোয়েন্টি সিরিজের আগে ফিটনেস ফিরে না পাওয়ায় নিউজিল্যান্ড থেকে দেশে ফিরছেন হাসান মাহমুদ।’