এতো দামে সোনা আগে কখনো বিক্রি হয়নি

নিজস্ব প্রতিবেদক
১৪ সেপ্টেম্বর ২০২৪

দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। নতুন দরে সবচেয়ে ভালো মানের সোনা খ্যাত ২২ ক্যারেটের প্রতি  ভরি এক লাখ ২৯ হাজার ৯০২ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেটের ভরিতে বেড়েছে ৩ হাজার ৫৮১ টাকা। সংশ্লিষ্টরা বলছে, দেশের বাজারে এর আগে এতো দাম নির্ধারণ হয়নি, এতো দামে সোনা বিক্রি হয়নি।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী,  প্রতি ভরি ২১ ক্যারেট লাখ ২৪ হাজার টাকা, ১৮ ক্যারেট লাখ হাজার ২৮২ টাকা এবং সনাতন পদ্ধতির ক্ষেত্রে ৮৭ হাজার ১৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এদিকে সোনার দাম বাড়ানো লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম।

বিডি২৪অনলাইন/ই/এমকে

 


মন্তব্য
জেলার খবর