হঠাৎ করেই ভারতের দিল্লি রাজ্যের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পদত্যাগের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে দিল্লিতে আগাম নির্বাচনেরও দাবি জানিয়েছেন তিনি। রোববার (১৫ সেপ্টেস্বর) দলীয় সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেওয়ার পাশাপাশি নির্বাচনের দাবি জানান তিনি। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি
খবরে বলা হয়েছে, জামিনে মুক্তি পাওয়ার পর দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফার সিদ্ধান্ত নিয়েছেন অরবিন্দ। দলীয় সম্মেলনে আম আদমি পার্টির (আপ) প্রধান জানিয়েছেন, দু’দিন পরেই মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেবেন। নির্বাচনে পুনরায় না জেতা পর্যন্ত মুখ্যমন্ত্রীর পদে আর ফিরবেন না তিনি।
আবগারি দুর্নীতি মামলায় প্রায় ৬ মাস জেলে ছিলেন অরবিন্দ। শীর্ষ আদালতের নির্দেশে গেল শুক্রবার মুক্তি পেয়েছেন তিনি।
এদিকে দিল্লির মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দেওয়ার পর কেজরিওয়ালের আসনে কে বসবেন সেটা এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। সংবাদমাধ্যম বলছে, সব কিছু ঠিক থাকলে প্রায় পাঁচ মাস পরেই দিল্লিতে বিধানসভা নির্বাচন হতে পারে।
তবে অরবিন্দের দাবি, আগামী নভেম্বরে মহারাষ্ট্রের ভোটের সঙ্গেই দিল্লিতে নির্বাচন আয়োজন করা হোক। মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার পর থেকে ভোটের আগে পর্যন্ত পাওয়া সময়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইবেন তিনি।
বিডি২৪অনলাইন/আই/এমকে