থানায় মামলা হলেই এজাহার নামীয় আসামি ধরতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। তদন্তসাপেক্ষে আসামি ধরা হবে। রোববার (১৫ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে এক মতবিনিময় সভায় বিষয়টি জানান ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান।
ক্রিমিনাল ইভেন্ট কখনো তামাদি হয় না উল্লেখ করে কমিশনার বলেন, পুলিশ হত্যা এবং থানার লুটপাটের ঘটনায়ও মামলা হবে। গণহারে মামলা ও এজাহারে সাংবাদিকদের নাম প্রসঙ্গে তিনি বলেন, এজাহারে নাম থাকলেই গ্রেপ্তার করতে হবে বিষয়টা এ রকম না। কালেকটিভ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে, সেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। সব মামলায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
দুই এক সপ্তাহের ভেতরে সব থানা স্বাভাবিক কার্যক্রমে ফিরবে জানিয়ে ডিএমপি প্রধান বলেন, ট্রাফিক ব্যবস্থার উন্নতি হয়েছে। ট্রাফিক পুলিশ গভীররাত পর্যন্ত এখন কাজ করছে। ধীরে ধীরে আরও উন্নতি হবে। ছিনতাই প্রতিরোধে পুলিশ আরও সক্রিয় হবে। পুলিশের টহল ও চেকপোস্ট কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধী গ্রেপ্তারে অভিযান চলছে। ধীরে ধীরে এটা আরও জোরদার হবে।
বিডি২৪অনলাইন/এন/এমকে