ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে জোর দিচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক
১৫ সেপ্টেম্বর ২০২৪

বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে অন্তর্বর্তীকালীন সরকার জোর দিচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় এবং ভূমিবিষয়ক উপদেষ্টা এফ হাসান আরিফ। কারণ হিসেবে বলেছেন, গ্রামীণ থেকে সবপর্যায় পর্যন্ত যোগাযোগটা খুবই গুরুত্বপূর্ণ।

রোববার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রামে সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে   সার্কিট হাউসে জেলা প্রশাসনসহ বিভিন্ন সংস্থার সঙ্গে মতবিনিময় সভা করেন তিনি।

সব সংস্থার মধ্যে প্রচেষ্টা না থাকলে বন্যার ক্ষতি কাটিয়ে ওঠা কষ্টসাধ্য জানিয়ে উপদেষ্টা বলেন, তাই বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সব সংস্থাকে সমন্বয় করে একসঙ্গে কাজ করার ব্যাপারে কথা হয়েছে।

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর