গত ১০ সেপ্টেম্বর ফুটফুটে কন্যা সন্তানের মা হয়েছেন দীপিকা পাড়ুকোন। হাসপাতাল থেকে প্রায় এক সপ্তাহ পর স্বামী রণবীর সিংয়ের সঙ্গে বাড়ি ফিরছেন তিনি। তাদের বাড়ি ফেরার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আর এর মধ্য দিয়ে মা হওয়ার পর প্রথমবার দীপিকাকে প্রকাশ্যে দেখতে পেলেন তার ভক্তরা।
ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে, হাসিমুখে গাড়ির মধ্যে সন্তানকে বুকে আগলে রেখেছেন এ নায়িকা। ছবি দেখে নেটিজেনরা বলছেন, মা হওয়ার পর দীপিকাকে দেখতে আরও সুন্দর লাগছে। হাসপাতাল থেকে দীপিকাকে আনতে যান রণবীর ও বাবা।
খবর অনুযায়ী, দীপিকা ও তার নবজাতক কন্যার জন্য রণবীর বিশেষ সংবর্ধনার আয়োজন করে রেখেছেন।
অন্যদিকে মেয়েকে কীভাবে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন, সে নিয়ে পরিকল্পনা আটছেন অভিনেত্রঅ। এক্ষেত্রে তিনি কারিনা কাপুরের পথ অনুসরণ করছেন না, অনুসরণ করবেন ঐশ্বরিয়ার পথ। দীপিকা তার মেয়ের জন্য কোনো ন্যানির রাখবেন না। ঐশ্বরিয়ার মতো নিজে হাতে সন্তানকে বড় করবেন তিনি।
বিডি২৪অনলাইন/ই/এমকে