দেশে গত ২৪ ঘণ্টায় ৩৯ করোনা রোগী মারা গেছেন। একই সময়ে নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ৬৭৪ জনের।করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৯৭১ জন। শনিবার (২৭ মার্চ) স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে পাঁচ লাখ ৯১ হাজার ৮০৬ জনের। এর মধ্যে মারা গেছেন আট হাজার ৮৬৯ জন, সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৩৩ হাজার ৯২২ জন। এখন পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৪৫ লাখ ৬৬ হাজার ৬৯৪টি। শনাক্তের হার ১২ দশমিক ৯৬।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ হয়েছে ২৪ হাজার ৭২৬টি, পরীক্ষা হয়েছে ২৪ হাজার ৬৬৪টি। শনাক্তের হার ১৪ দশমিক ৯০।মারা যাওয়া ৩৯ জনের মধ্যে পুরুষ ২৪ জন ও নারী ১৫ জন। বিভাগভিত্তিক ঢাকায় ২৮ জন, চট্টগ্রামে পাঁচজন, রাজশাহী ও খুলনায় দুই জন করে এবং সিলেট ও রংপুরে একজন করে রয়েছেন। সবাই হাসপাতালে মারা গেছেন।
এমকে