গণতন্ত্র আমরাও চাই: মিং অং হ্লাইং

২৮ মার্চ ২০২১

মিয়ানুমারের সামরিক অভ্যুত্থানের প্রতিবাদে চলমান গণবিক্ষোভের মধ্যেই দেশটির সেনাপ্রধান মিং অং হ্লাইং বলেছেন, সেনাবাহিনীও গণতন্ত্র চায়। তিনি আরও বলেন, মিয়ানমারে একটি সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন আয়োজন করাই দেশটির সামরিক বাহিনীর মূল উদ্দেশ্য।

শনিবার মিয়ানমারের সামরিক বাহিনী দিবস উপলক্ষে দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলে এক ভাষণে মিন অ্যং হ্লেইং বলেন, ‘দেশের জনগণের সঙ্গে হাতে হাত মিলিয়ে মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় সামরিক বাহিনী। অবিলম্বে একটি সুষ্ঠু, অবাধ ও গণতান্ত্রিক নির্বাচনের আয়োজন করা হবে।’

তিনি আরও বলেন, ‘যারা বিক্ষোভ করছেন, তারা আসলে আন্দোলনের নামে দেশে অরাজকতা করতে চাইছেন এবং মিয়ানমারের স্থিতিশীলতা ও নিরাপত্তা পরিস্থিতিকে হুমকির মুখে ফেলছেন। তাদের এ ধরনের কার্যক্রমে নির্বাচন পিছিয়ে যাওয়া ছাড়া আর কোনো লাভ হবে না।’


মন্তব্য
জেলার খবর