ধামইরহাটে তালা ভেঙে কাপড়ের দোকানে চুরি

ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৪


নওগাঁর ধামইরহাটে শুভ গার্মেন্টস নামের এক কাপড়ের দোকানের শার্টারের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলা সদর বাজারের ভবন মার্কেটে ঘটনাটি ঘটে। 

দোকান থেকে নগদ ৫৭ হাজার ১০০টাকা চুরি করা হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

দোকানের সত্ত্বাধিকারী আলহাজ্ব আব্দুর রউফ বলেন, "প্রতিদিনের মতো গতকাল রাত নয়টায় দোকান বন্ধ করে বাড়ি যাই। এরপর আজ সকালে এসে দোকান খুলতে গিয়ে দেখি দোকানের দক্ষিণ পাশের শার্টারের তালা খোলা। ভেতরে দেখি কে বা কারা ক্যাশ বাক্সের তালা ভেঙে ৫৭ হাজার ১০০ টাকা চুরি করে নিয়ে গেছে। এই ঘটনায় ড্রয়ারে রাখা জমির একটি দলিলসহ দোকানে অন্যান্য মালামাল সম্পূর্ণ অক্ষত অবস্থায় আছে।"

নৈশ প্রহরী আবু হোসেন বলেন, "ওই দোকানের পাশেই আমি নাইট গার্ডের দায়িত্ব পালন করি। কারা চুরি করেছে এ বিষয়ে কিছু জানি না বা কাউকে দেখতেও পাইনি।"

ধামইরহাট বণিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, "দোকানের সিসি ক্যামেরার ফুটেজগুলো আমরা দেখছি। এর পাশাপাশি নাইট গার্ডদেরও ডাকা হয়েছে। আমরা পুলিশের কাছ থেকে আইনগত সহযোগিতাও চেয়েছি।"

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দীন ফারুকী বিপিএম পিপিএম বলেন, "চুরির বিষয়ে অভিযোগ পেয়েছি। চুরির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের মাধ্যমে দোষীদের আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"



বিডি২৪অনলাইন/গৌরব প্রসাদ সাহা/সি/এমকে 


মন্তব্য
জেলার খবর