মন্তব্য
পঞ্চগড়ে নবাগত জেলা প্রশাসক (ডিসি) মো. সাবেত আলীর সঙ্গে সাংবাদিকদের আলোচনা ও মতবিনিময় সভা হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) জেলা প্রশাসনেরসম্মেলন কক্ষে এ আলোচনা ও মতবিনিময় সভা হয়।
মতবিনিময় সভায় সভাপতি করেন জেলা প্রশাসক মো. সাবেত আলী। সাংবাদিকদের সহযোগিতা কামনা করে নবাগত জেলা প্রশাসক বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে সব সমস্যার সমাধান করা সম্ভব হবে। আমরা উন্নয়নের গতিকে আরও বেশি তরান্বিত করতে পারবো। এ সময় সাংবাদিকদের সব ধরণের সহযোগীতারও আশ্বাস দেন নবাগত জেলা প্রশাসক।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.আবু সাঈদ, প্রেস ক্লাবের আহবায়ক সরকার হায়দারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে