সম্পদের হিসাব দিতে হবে উপদেষ্টাদের

নিজস্ব প্রতিবেদক
১৯ সেপ্টেম্বর ২০২৪

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সমমর্যাদার ব্যক্তিদের আয় ও সম্পদের হিসাব দিতে হবে এ সংক্রানত্ একটি নীতিমালার খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।  বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে  উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূস।

বৈঠকের পরে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়,  অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা এবং  সরকার বা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত সমমর্যাদার ব্যক্তিরা, প্রতিবছর আয়কর জমা দেওয়ার সর্বশেষ তারিখের পরবর্তী ১৫ কার্যদিবসের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে তাদের আয় সম্পদ বিবরণী জমা দেবেন। এমন বিধান রেখে খসড়া আয় সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা উপদেষ্টা পরিষদ বৈঠকে অনুমোদিত হয়েছে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর