সরকার মালিকানাধীন ছয় বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) একসঙ্গে অপসারণ করা হয়েছে। এখনো তাদের স্থলে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়া হয়নি।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠানের পৃথক প্রজ্ঞাপনে বাণিজ্যিক ছয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও'র চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়টি জানানো হয়েছে। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর এমডি চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।
অপসারণ করা ব্যাংক এমডিদের মধ্যে রয়েছেন- সোনালী ব্যাংকের মো. আফজাল করিম, জনতা ব্যাংকের মো. আবদুল জব্বার, অগ্রণী ব্যাংকের মো. মুরশেদুল কবীর, রূপালী ব্যাংকের মোহাম্মদ জাহাঙ্গীর, বেসিক ব্যাংকের মো. আনিসুর রহমান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের (বিডিবিএল) মো. হাবিবুর রহমান গাজী।
প্রাপ্ত তথ্য বলছে, এসব ব্যাংকের সংশ্লিষ্ট চেয়ারম্যানকে এমডির সঙ্গে সম্পাদিত চুক্তি বাতিলের বিষয়টি চিঠি দিয়ে জানানো হয়েছে। তবে নতুন এমডির বিষয়ে চিঠিতে কিছু বলা হয়নি। খুব শিগগিরই ব্যাংকগুলোতে নতুন এমডি নিয়োগ দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিডি২৪অনলাইন/ই/এমকে