দেশের তিন জেলাসহ সাত বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এ তাপপ্রবাহ আগামী ২৪ ঘণ্টাতেও অব্যাহত থাকতে পারে। তাপপ্রবাহের পর সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর বলছে, লঘুচাপ হলে শনিবার এবং রোববার বেশ কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। বর্তমানে রাঙ্গামাটি, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়া জেলার পাশাপাশি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
এদিকে শুক্রবার সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, বিভাগগুলোর মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের দুই-এক জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের আশঙ্কা আছে।
বিডি২৪অনলাইন/এন/এমকে