পাহাড়ে সৃষ্ট সঙ্কটে তৃতীয় কোনো পক্ষের ইন্ধন আছে কিনা, সেটা জানা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বলেছেন, এটাকে আমরা অভ্যন্তরীণ সমস্যা হিসেবে দেখছি। আর সেই অনুযায়ী সমস্যা সমাধানের চেষ্টা করছি।
শনিবার (২১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা রাঙামাটি ও খাগড়াছড়ি এলাকায় গেছেন জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শান্তি যেন বজায় থাকে, সংঘাত আর যেন বৃদ্ধি না পায় সেজন্য তারা চেষ্টা করছেন আলাপ-আলোচনার মাধ্যমে একটা পরিবেশ সৃষ্টি করার।
পরিস্থিতি সামাল দিতে ১৪৪ ধারা জারি করা হয়েছিল উল্লেখ করে তিনি আরও বলেন, এ নিয়ে আইনশৃঙ্খলার কিছু বিঘ্ন সৃষ্টি হয়েছে, সেটা সমাধানের চেষ্টা করা হচ্ছে। তিনি জানান, সমস্যাটা সমাধানের চেষ্টা করা হচ্ছে। সরকার ঐকান্তিকভাবে চাইছে এটি সমাধান করতে। আশা করি, এটাতে সাফল্য অর্জন করবো আমরা।
তৌহিদ হোসেন বলেন, যারা জড়িত বলে প্রমাণিত হবে কোনো অপরাধে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা সরকারের অবস্থান।
বিডি২৪অনলাইন/এন/এমকে