পর্বতারোহী শায়লা বিথীর ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক
২১ সেপ্টেম্বর ২০২৪

দেশের খ্যাতনামা পর্বতারোহী শায়লা বিথীর ওপর হামলা হয়েছে।  শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানী ঢাকার ধানমন্ডি ২৭ নম্বর ফুটওভার ব্রিজ পার হওয়ার সময়  হামলার ঘটনা ঘটে।এ ঘটনায় শেরেবাংলা নগর থানা অভিযোগ দিয়েছেন এ নারী পর্বতারোহী।

জানা গেছে, ওভারব্রিজটি পার হওয়ার সময় পেছন থেকে হামলাকারীরা এসে চুলের মুঠি ধরে বেধড়ক পেটায় শায়লা বিথীর। হামলায় তার ঠোঁট ফুলে গেছে, শরীরেও আঘাতপ্রাপ্ত হয়েছেন।

শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক গণমাধ্যমকে বলেন,আমরা এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্যোগ নিয়েছি।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর