লেবাননে ৪০০ হামলা চালিয়েছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৪

দক্ষিণ লেবানন হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তুতে ৪০০ হামলা চালিয়েছে ইসরায়েল। অপরদিকে ইসরায়েলের রামাত ডেভিড ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে এটাই সবচেয়ে বড় সংঘাত। খবর আল জাজিরা

ওদিকে ইসরায়েলের ভয়াবহ গণহত্যার নিন্দা জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। দেশের এমন পরিস্থিতিতে নিউইয়র্কে জাতিসংঘের বার্ষিক সাধারণ পরিষদে নিজের সফর বাতিল করেছেন তিনি।

ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেছেন, ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে হুমকি দূর করতে কয়েক ডজন ইসরায়েলি যুদ্ধবিমান হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালিয়েছে।

এদিকে  যুক্তরাষ্ট্র তার দেশের  নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছে। সাম্প্রতিক ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে সহিংসতা তীব্র আকার ধারণ করায় মার্কিন নাগরিকদের সতর্ক করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর। খবর এএফপির

খবরে বলা হয়েছে, নিরাপত্তা পরিস্থিতি খারাপ হলে বাণিজ্যিক ফ্লাইট চলাচল বন্ধ থাকতে পারে। তাই যত দ্রুত সম্ভব নিজেদের নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

 

বিডি২৪অনলাইন/আই/এমকে


মন্তব্য
জেলার খবর