সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন মুশফিক

নিজস্ব প্রতিবেদক
২২ সেপ্টেম্বর ২০২৪

 

আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছেন মুশফিকুর রহিম। তিন ফরম্যাট মিলিয়ে তার রান এখন ৪৬৪ ম্যাচে ১৫ হাজার ২০৫।

ভারতের টেস্ট সিরিজে এ রেকর্ড গড়ার পথে ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে টপকে গেছেন মুশফিক। ভারতের বিপক্ষে খেলতে নামার আগে মুশফিকের রান ছিল ৪৬৩ ম্যাচে ১৫ হাজার ১৮৪। আর ৩৮৭ ম্যাচে ১৫ হাজার ১৯২ রান নিয়ে শীর্ষে ছিলেন তামিম। ভারতে চেন্নাই টেস্টের দ্বিতীয় দিন প্রথম ইনিংসে রানে আউট হলেও তামিমকে স্পর্শ করেন মুশফিক। তৃতীয় দিনের দ্বিতীয় ইনিংসে ৩১তম ওভারের পঞ্চম বলে রান নিয়ে তামিমকে টপকে যান এ ক্রিকেটার। ইনিংসে ১টি করে চার-ছক্কায় ১৩ রান সংগ্রহ করেন আউট হন মুশফিক।

 ক্যারিয়ারে ৯১ টেস্টে ৫ হাজার ৯১৩, ২৭১ ওয়ানডেতে ৭ হাজার ৭৯২ এবং ১০২ টি-টোয়েন্টিতে ১ হাজার ৫০০ রান ব্যক্তিগতভাবে সংগ্রহ করেছেন মুশফিক। এদিকে তিন ফরম্যাট মিলিয়ে ৩৮৭ ম্যাচে ১৫ হাজার ১৯২ রান নিয়ে তালিকার দ্বিতীয়স্থানে নেমে গেছেন তামিম। তালিকায়  ৪৪৬ ম্যাচে ১৪ হাজার ৭০১ রানে তৃতীয়স্থানে আছেন সাকিব। ৪২০ ম্যাচে ১০ হাজার ৬৯৪ রান নিয়ে চতুর্থস্থান দখলে নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ১০ হাজারের নীচে সবার উপরে আছেন  লিটন দাস, তার সংগ্রহ ২২৪ ম্যাচে ৭ হাজার ১৮৩ রান।

 

বিডি২৪অনলাইন/এস/এমকে


মন্তব্য
জেলার খবর