টাকার জন্য এ জগতে আসিনি : মিতু

২৮ মার্চ ২০২১

ঢাকাই সিনেমার নবাগত চিত্রনায়িকা জাহারা মিতু বলেন, ‘আমার সঙ্গে আলোচনা হয়েছে। গল্প মনঃপুত না হওয়াতে কথা আর আগাইনি। গত বেশ কিছুদিনে ১০টি ছবিতে অভিনয়ের প্রস্তাব এসেছে। ওসব ছবিও আমার করাটা ঠিক হবে বলে মনে হয়নি।’

সাক্ষাৎকারে মিতু আরও বলেন, ‘চাইলে অনেক কাজ করতে পারি। এই মুহূর্তে আমি যে পর্যায়ে আছি, সেই পর্যায়েরই কাজ করব। হোক না আমার কাজ কম। আমি কিন্তু টাকার জন্য এ জগতে আসিনি। টাকার চিন্তা করলে আরও অনেক কিছুই করতে পারতাম। সম্মান ও মানুষের ভালোবাসা পেতে আমি এই অঙ্গনে কাজ করতে এসেছি।’


মন্তব্য
জেলার খবর