ডেঙ্গু আক্রান্ত ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯২৬

নিজস্ব প্রতিবেদক
২২ সেপ্টেম্বর ২০২৪

শনিবার সকাল ৮টা পরবর্তী ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত  ছয়জনের মৃ্ত্যু হয়েছে, সময়ে ডেঙ্গুতে আক্রান্ত  ৯২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার কন্ট্রোল রুমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে বিভাগ ভিত্তিক বরিশালে ৬৫ জন, চট্টগ্রামে১৫১ জন, ঢাকায় ১৯৬ জন,  খুলনায় ১০১ জন, রাজশাহীতে ৪৬ জন, রংপুরে ৩৩ জন এবং ময়মনসিংহে ১৮ জন রয়েছে। এ পরিসংখ্যান  সিটি করপোরেশনের বাইরের এলাকার।  এছাড়া ঢাকা উত্তর সিটিতে ১৭২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৪৪ জন রয়েছেন এ তালিকায়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত মোট ২৪ হাজার ৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেঙ্গুতে মৃত্যু হয়েছে মোট ১৩১ জনের।

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর