এক মাসের চেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ২১ দিনে

নিজস্ব প্রতিবেদক
২২ সেপ্টেম্বর ২০২৪

চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে বৈধ পথে ১৬৩ কোটি ৪২ লাখ ( দশমিক ৬৩ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। রোববার (২২ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে তথ্য জানা গেছে।

২১ দিনে আসা রেমিট্যান্সের ডলার দেশীয় মুদ্রায় বিনিময় করলে পরিমাণ দাঁড়ায় ১৯ হাজার ৬১১ কোটি টাকা ( প্রতি ডলার ১২০ টাকা ধরে)। এ রেমিট্যান্স গত বছরের পুরো সেপ্টেম্বর মাসের তুলনায় প্রায় ৩০ কোটি ডলার বেশি। গত সেপ্টেম্বর মাসের পুরো সময়ে রেমিট্যান্স এসেছিল ১৩৩ কোটি ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, এ ২১ দিনে গড়ে দৈনিক রেমিট্যান্স এসেছে কোটি ৭৮ লাখ ২০ হাজার ডলার। হারে রেমিট্যান্স আসা অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয় ২৩৩ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

এদিকে রেমিট্যান্সের প্রবৃদ্ধি বাড়ায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ বেড়েছে। পাশাপাশি রিজার্ভের পতন থামানো গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২১ দিনের রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৪৮ কোটি লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১০৭ কোটি ৯৬ লাখ ১০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৪০ লাখ মার্কিন ডলার এবং বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে কোটি ৯৮ লাখ ৩০ হাজার মার্কিন ডলার এসেছে

গত আগস্ট মাসে রেমিট্যান্স এসেছিল ২২২ কোটি মার্কিন ডলার তার আগের মাস জুলাইয়ে এসেছিল ১৯১ কোটি ৩৫ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। জুলাইয়ে আসা রেমিট্যান্স  আগের ১০ মাসের মধ্যে সর্বনিম্ন ছিল।

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর