বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা ভারতের

নিজস্ব প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর ২০২৪

 

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্টে সিরিজের প্রথমটায় জয় পেয়েছে স্বাগতিক ভারত। এরপর দ্বিতীয় টেস্টের জন্য দল ঘোষণা করেছে ভারত। দ্বিতীয় টেস্টের জন্য তাদের দলে কোনো পরিবর্তন আনা হয়নি।

প্রথম টেস্টে বাংলাদেশকে ২৮০ রানে হারিয়েছে রোহিত শর্মার দল। প্রথম টেস্ট শেষের পর পরই গণমাধ্যমে পাঠানো এক বার্তায় দ্বিতীয় টেস্টের দল ঘোষণার কথা জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)

প্রথম টেস্টে রোহিত-কোহলি ব্যাট হাতে দুই ইনিংসেই ব্যর্থ হলেও তাদের উপরই ভরসা রাখছে কোচ। প্রথম ইনিংসে যশস্বী হাফ-সেঞ্চুরি, দ্বিতীয় ইনিংসে  শুভমন গিল সেঞ্চুরি করেন। এছাড়া পন্ত দুই ইনিংসেই অনবদ্য ব্যাট করেছেন। ওদিকে লোকেশ রাহুল প্রথম ইনিংসে ভালো করতে না পারলেও দ্বিতীয় ইনিংসে সাবলীল ছিলেন। লোকেশ রাহুলের বিকল্প হিসেবে সরফরাজ খান ইতিমধ্যেই স্কোয়াডে রয়েছেন। তাই ভারতের ব্যাটিং অর্ডারে বাইরের কাউকে নতুন করে নেওয়ার প্রয়োজন হয়নি।

বোলিংয়ে সবাই নজর কেড়েছ চেন্নাই টেস্টে।  তাই দ্বিতীয় টেস্টের জন্যও আগের দলকেই রেখে দিয়েছে ভারত। রিজার্ভ বেঞ্চে থাকা অক্ষর, কুলদীপ, যশ দয়ালদের দ্বিতীয় টেস্টেও বাদ দেওয়া হয়নি।

২৭ সেপ্টেম্বর  কানপুরে সিরিজের দ্বিতীয় শেষ টেস্টে মাঠে নামবে ভারত ও বাংলাদেশ।

দ্বিতীয় টেস্টে ভারতের স্কোয়াড-

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সাওয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পান্ত, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দ্বীপ, জাসপ্রিত বুমরাহ, ইয়াশ দয়াল।

 

বিডি২৪অনলাইন/এস/এমকে


মন্তব্য
জেলার খবর