সাতক্ষীরায় বিভিন্ন পল্লীতে কর্মরত সরকারের উপানুষ্ঠানিক শিক্ষা প্রকল্পের শিক্ষকদের বেতন-ভাতা চলতি বছরের আট মাস বকেয়া পড়েছে। এ বেতন-ভাতাসহ দুই ঈদের বোনাস প্রদানের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ভুক্তভোগী শিক্ষকরা। সোমবার (২৩ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানবন্ধন হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসনের মাধ্যমে এনজিও ব্যুরোর মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন নজরুল ইসলাম। বক্তব্য দেন- এ বি এম মোখলেসুল হক, শিরিন আফরোজ, রিয়াসাত আলী, সোনামনি খাতুন, কানিজ ফাতেমা প্রমুখ।
বক্তরার বলেন, বেতন-ভাতা না পেয়ে সংকটাপন্ন জীবন-যাপন করছেন তারা। বেতন চাইলে টালবাহানা করা হচ্ছে। জোরাজুরি করলে চাকরি চুক্তি বাতিলের হুমকিও দেওযা হচ্ছে। এদিকে জেলা প্রশাসনের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেছেনন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস।
বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে