পাবনার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের সঙ্গে আটঘরিয়া উপজেলার কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের মতবিনিময় সভা হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা সম্মেলন কক্ষে এ সভায় সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহারুল ইসলাম।
আটঘরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি সানজিদা মুস্তারির সঞ্চালনায় সভায় বক্তব্য দেন- সভার প্রধান অতিথি পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য প. প. কর্মকর্তা আব্দুল্লাহ আল আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ, দেবোত্তর ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ শফিকুজ্জামান, পুজা উদযাপন কমিটির সভাপতি নিরোদ কর্মকার নিরু, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক আতাউর রহমান রানা, সদস্য সচিব মনোয়ার হোসেন আলম, উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আমিরুল ইসলাম প্রমুখ।
নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন, তার জেলায় স্বাস্থ্য, রেজিস্ট্রি অফিস, শিক্ষা অফিস, ভুমি অফিসসহ কোথাও দুর্নীতির স্থান হবে না। মাদক নির্মুল করা হবে। আইন শৃঙ্খলা বিঘ্ন হলে কঠোরভাবে পদক্ষেপ নিতে হবে।
এদিকে মতবিনিময় সভা শেষে নবাগত জেলা প্রশাসক উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপণ করেন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করেন। এছাড়াও তিনি দেবোত্তর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে স্কুল ব্যাগ বিতরণ করেন। পরে জেলা প্রশাসক আটঘরিয়া পৌরসভা পরিদর্শন করেন এবং উপজেলা পরিষদ মাঠে দেবোত্তর ইয়াং স্পোর্টিং ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন।
বিডি২৪অনলাইন/এএইচ/সি/এমকে