ড. ইউনূস ও নাহিদকে নিয়ে কটূক্তির অভিযোগে মামলা

নিজস্ব প্রতিবেদক
২৪ সেপ্টেম্বর ২০২৪

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূস এবং ডাক, টেলিযোগাযোগ তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামকে কটূক্তির অভিযোগে চট্টগ্রামে মামলা হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সাইবার ট্রাইব্যুনালে মামলাটি হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

মামলাটি করেছেন হাফেজ সাইফুদ্দিন নামে এক ব্যক্তি। মামলায় মোকতার হোসেন নামে এক ব্যক্তিকে বিবাদী করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১৫ আগস্ট মো. হাসান ফেসবুক আইডিতে মিনিট ৩৭ সেকেন্ড বক্তব্য দেন। সেখানে ইসলাম ধর্ম মুসলমানদের উদ্দেশ্যে আপত্তিকর মন্তব্য করা হয়। এছাড়া অভিযুক্ত ব্যক্তি পবিত্র কোরআন শরিফকে উদ্দেশ্য করে নিজের ফেসবুক ভিডিওর মধ্যে বক্তব্য প্রদান, প্রকাশ প্রচার করেন। এর মাধ্যমে ইসলাম ধর্মের সম্মানহানি হয়েছে। মুসলিম সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টির উসকানি প্রদান করা হয়েছে।

এছাড়া ভিডিওতে প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালমন্দ এবং তথ্য যোগাযোগ উপদেষ্টা মো. নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে অশালীন বেফাঁস কথাবার্তা বলেছেন অভিযুক্ত ব্যক্তি।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর