শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর দায়িত্ব পেলেন হরিনি অমরসুরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৪


শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে হরিনি অমরসুরিয়াকে দায়িত্ব দিয়েছেন দেশটির সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে। প্রধানমন্ত্রীর পাশপাশি বিচার, শিক্ষা, স্বাস্থ্য এবং শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়েছে তাঁকে।

৫৪ বছর বয়সী হরিনি একসময় সমাজবিজ্ঞানের শিক্ষিকা ছিলেন। বর্তমানে লিঙ্গ সমতা এবং সংখ্যালঘু অধিকার বিষয়ক একজন কর্মী তিনি। খবর এএফপি

সদ্য সমাপ্ত নির্বাচনে ৪২ শতাংশের বেশি ভোট পেয়ে এবং ৩৭ জন প্রার্থীকে হারিয়ে বিজয়ী হয়েছেন প্রেসিডেন্ট দিশানায়েকে। তার নেতৃত্বাধীন রাজনৈতিক দলের নাম জনতা ভিমুক্তি পেরেুমুনার (পিপলস লিবারেশন ফ্রন্ট-জেভিপি)

এদিকে দেশটির পার্লামেন্টে পিপলস লিবারেশন ফ্রন্ট-জেভিপি অবস্থা খুব একটা ভালো না বলা যায়। বর্তমানে ২২৫ আসনের পার্লামেন্টে জেভিপির আইনপ্রণেতা রয়েছেন  মাত্র জন। হরিনি অমরসুরিয়া তিনজনের একজন।

ওদিকে জেভিপির জ্যেষ্ঠ নেতা নামাল করুণারত্নে জানিয়েছেন, দেশটির সংবিধান অনুযায়ী আপাতত দলের তিনজন এমপি সব মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন। পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর নতুন এমপিরা শপথ নেবেন।

পার্লামেন্ট ভেঙে দেওয়া প্রসঙ্গে জেভিপির এ নেতা আরও বলেন, শিগগিরই পার্লামেন্ট ভেঙে দেওয়া হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভেঙে দেওয়া হতে পারে। বর্তমানে গঠতি মন্ত্রিসভা দেশের ইতিহাসে সবচেয়ে ছোটো মন্ত্রিসভা বলেও মন্তব্য করেন তিনি।

 

বিডি২৪অনলাইন/আই/এমকে


মন্তব্য
জেলার খবর