সরকারি বরাদ্দ বিতরণে কোনো দুর্নীতি বরদাশত করা হবে না

নিজস্ব প্রতিবেদক
২৫ সেপ্টেম্বর ২০২৪

সরকারি বরাদ্দ বিতরণে কোনো প্রকার দুর্নীতি বরদাশত করা হবে না বলে সংশ্লিষ্টদের সতর্ক করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। সেই সঙ্গে বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের মূল উদ্দেশ্য হলো সব বৈষম্য দূর করা এবং সমতা ন্যায়বিচারের উপর ভিত্তি করে সংস্কার করা।

বুধবার (২৫ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স ভবনের সভাকক্ষে  এক সভায় এসব কথা বলেন।

সুপ্রদীপ চাকমা বলেন, সরকারি বরাদ্দ বিশেষ করে সামাজিক সুরক্ষা দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে যথাযথ উপকারভোগীদের মাঝে বিতরণের সময় স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

মন্ত্রণালয়ের প্রতিনিধির মাধ্যমে যে কোনো মুহূর্তে পরিদর্শন প্রয়োজনীয় নির্দেশনা প্রদানসহ সার্বিক মনিটরিংয়ের ব্যবস্থা জোরদার করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন   উপদেষ্টা।

সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কে এম শামিমুল হক ছিদ্দিকী সভাপতিত্ব করেন।

 

বিডি২৪অনলাইন/এন/এমেকে

 


মন্তব্য
জেলার খবর