বিএনপি কোন অনৈতিক কর্মকান্ড সমর্থন করে না। দলের নেতা-কর্মীদের অপকর্মের প্রমাণ পেলে কাউকে ছাড় দেওয়া হবে না। বুধবার (২৫ সেপ্টেম্বর) নাটোরের গুরুদাসপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিলে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের এভাবেই সতর্ক করেছেন সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আগামী নির্বাচনে বিজয় না আসা পর্যন্ত নেতা-কর্মীদের মাঠে থাকার আহ্বান জানান তিনি।
বিএনপির এ নেতা আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে যারা নাটোরে সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত, তাদের প্রত্যেকের বিচার করা হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের মাগফিরাত ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়। গুরুদাসপুর উপজেলা বিএনপির আয়োজনে উপজেলার নাজিরপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা ও দোয়া মাহফিল হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল আজিজ।
এদিকে আয়োজন সফল করতে বৃষ্টি উপেক্ষা করে স্থল ও জলপথে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী সভায় যোগ দেন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন দুলু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন- জেলা বিএনপি’র সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক ও নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলোম, যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, গুরুদাসপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আলী শেখ, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মশিউর রহমান বাবলু, সাধারণ সম্পাদক দুলাল সরকার,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আলী শেখ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ও শহিদুল ইসলাম শেখ প্রমুখ।
বিডি২৪অনলাইন/সাজেদুর রহমান সাজ্জাদ/সি/এমকে