মন্তব্য
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির তারকা প্রার্থী পায়েল সরকার। বেহালা পূর্ব কেন্দ্র থেকে নির্বাচন করবেন তিনি। এরই মধ্যে শুরু হয়েছে প্রথম দফা ভোটগ্রহণ। তার আগে আক্রান্ত হয়েছেন পায়েল সরকারের ম্যানেজার রানা প্রতাপ রাম।
রাতে বাড়ি ফেরার পথে তার ওপর হামলা চালায় দুষ্কৃতকারীরা। এমন অভিযোগ করা হয়েছে পায়েল সরকারের পক্ষ থেকে। নির্বাচনের ঠিক আগে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী ও বিজেপি প্রার্থী পায়েল।
তিনি বলেন, আমাকে তারকা বলা হলেও আমার ম্যানেজার একজন সাধারণ মানুষ। তিনি যখন রাতে বাড়ি ফিরছেন তখন তার নিরাপত্তা কোথায়? এমন তো বহু সাধারণ মানুষ রাতে বাড়ি ফেরেন, তাদের সুরক্ষায় কোথায়? আমার ম্যানেজার কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তাহলে তার ওপর হামলা করা হলো কেন?