দক্ষিণ লেবাননে ইসলায়েলের বিমান হামলায় বহু হতাহতের ঘটনা ঘটেছে। বিমান হামলা তৃতীয় দিনের মতো অব্যাহত রয়েছে। এ অবস্থায় এবার দেশটিতে স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। ইতোমধ্যেই তারা দুই ব্রিগেড রিজার্ভ সৈন্যকে ডেকেছে।
স্থল হামলার প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন ইসরায়েলের সামরিক প্রধান হারজি হালেভি। খবর সংবাদমাধ্যম আল জাজিরা
এদিকে ইসরায়েলের সর্বশেষ হামলায় বুধবার লেবাননে আরও ৭২ জনের প্রাণহানি ঘটেছে, আহত হয়েছেন আরও প্রায় ৪০০ মানুষ। এ নিয়ে লেবাননে ইসরায়েলের বিমান হামলায় ৬২০ ছাড়িয়ে গেছে নিহতের সংখ্যা।
আল জাজিরার খবরে বলা হয়েছে, গত সোমবার লোবনেন নাটকীয়ভাবে বিমান হামলা শুরু করে ইসরায়েল। এ হামলা এখনও অব্যাহত রয়েছে।
বুধবার উত্তর ইসরায়েলে সৈন্যদের উদ্দেশ্যে ইসরায়েলের সামরিক প্রধান হারজি হালেভি বলেন, সর্বশেষ এ বিমান হামলার লক্ষ্য হচ্ছে (লেবাননে)সম্ভাব্য প্রবেশের জন্য স্থল প্রস্তুত করা। আমরা একটি কৌশলের প্রক্রিয়া তৈরি করছি। সামরিক বুট, কৌশলী বুট, শত্রু অঞ্চলে প্রবেশ করবে, হিজবুল্লাহ বড় সামরিক ঘাঁটি হিসেবে প্রস্তুত করা গ্রামগুলোতেও প্রবেশ করবে।
হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কথা স্মরন করে তিনি আরও বলেন, হিজবুল্লাহ তাদের হামলার পরিসর আরও প্রসারিত করেছে। আজকের পরে আরও শক্তিশালী প্রতিক্রিয়া পাবে তারা। নিজেদের প্রস্তুত করতে ইসরায়েলি সৈন্যদের প্রতি আহ্বান জানান তিনি।
এদিকে বুধবার ভিডিও বার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বাস্তুচ্যুত ইসরায়েলিদের ঘরবাড়িতে ফিরে যেতে দেওয়ার প্রতিশ্রুতি পুনরাবৃত্তি করেছেন। সেখানে তিনি বলেছেন, হিজবুল্লাহ কল্পনা করার চেয়েও কঠিন আঘাত পাচ্ছে।
অন্যদিকে হিজবুল্লাহ বলেছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা। এ সংস্থা তাদের সিনিয়র নেতাদের ওপর হামলা ও হত্যার জন্য দায়ী। যদিও ইসরায়েল দাবি করেছে, দক্ষিণ লেবাননে তাদের ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের জায়গার তারা হামলা করেছে।
বিডি২৪অনলাইন/আই/এমকে