সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নিখোঁজের দু’দিন টানা খোঁজাখুঁজির পর ডুবুরি মিজান সরদারের (২২) লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ সেপ্টেম্বর) গাবুরার গাগড়ামারির নদীর চরে তার লাশ দেখতে পেয়ে ঠিকাদার কর্তৃপক্ষকে জানায় স্থানীয়রা।
মিজান খুলনা জেলার সদরের দুলাল সরদারের ছেলে। পানি উন্নয়ন বোর্ডের মেগা প্রকল্পের কাজের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের ডুবুরি হিসেবে কাজ করতেন তিনি।
সোমবার দুপুরে গাবুরায় ৮নং প্যাকেজের ডাম্পিং কাজে ব্যবহৃত ১৫০০ কেজি ওজনের নোঙ্গরটি ছিঁড়ে যাওয়ার পর সেটা খুঁজে বের করার সময় নিখোঁজ হয় মিজান।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী ইমরান সরদার বলেন, মিজান ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে কাজ করছিলেন, তাই বোর্ড তার মৃত্যুর জন্য সরাসরি দায়ী নয়। নিখোঁজ হওয়ার পর থেকে উদ্ধার কার্যক্রমে আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানকে সহযোগিতা করেছি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারি পরিচালক সাইফুজ্জামান জানান, নিখোঁজ হওয়ার ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে নদীর চর থেকে মিজানের লাশ উদ্ধার করা হয়। পরে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শ্যামনগর থানা পুলিশের উপপরিদর্শক হাবিবুর রহমান বলেন, ডুবুরি নিখোঁজ ও লাশ উদ্ধারের খবর আমরা শুনেছি। এ বিষয়ে আমাদের কাছে কেউ আসেনি।
বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে