ধামইরহাটে দুর্গাপূজার প্রস্তুতি সভা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২৪

নওগাঁর ধামইরহাটে  হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা  হয়েছে।  উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর)  উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা হয়।  উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন সভাপতিত্ব করেন সভায়।

সভায় পূজা মন্ডপে নিরাপত্তা নিশ্চিত সিসি ক্যামেরা স্থাপন, মন্ডপভিত্তিক ট্যাগ অফিসার নিয়োগ, মন্দির মন্ডপ পর্যায়ে কমিটি গঠন, পূজা মন্ডপে আগত শিশু নারী দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত মাদকের ব্যবহার নিষিদ্ধকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়।

সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন- উপজেলা সরকারি কমিশনার (ভূমি) জেসমিন আক্তার, ধামইরহাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) রাইসুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, উপজেলা নবাগত প্রাণিসম্পদ অফিসার ডাক্তার মুহাম্মদ আব্দুস সোবহান, উপজেলা শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসার সৈয়দ সাজ্জাদুল আজম প্রমুখ।

জানা গেছে, এ বছর উপজেলার পৌরসভাসহ আটটি ইউনিয়ন মিলে ৩০টি পূজা মন্ডপে  দুর্গাপূজা উদযাপন হবে।

 

 

বিডি২৪অনলাইন/গৌরব প্রসাদ সাহা/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর