আগামী ১ জানুয়ারিতে রাজধানী ঢাকার পূর্বাচলে শুরু হবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। গত বছরের তুলনায় এবারের মেলায় প্যাভিলিয়ন ও স্টলের সংখ্যা কিছুটা কম রাখা হবে। মেলায় প্রবেশের টিকিট অ্যাপে মিলতে পারে।
এবারের মেলায় বয়স্কদের বিশ্রামের জন্য জায়গা রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ সাফল্যগাঁথা নিয়েও স্টল রাখার পরিকল্পনা রয়েছে। মেলার আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন, উৎপাদনে সহায়তার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করে আসছে ১৯৯৫ থেকে। ২০২০ সাল পর্যন্ত এ মেলা শেরেবাংলা নগরে হতো। তবে করোনার কারণে ২০২১ সালে মেলা হয়নি। পরের বছর প্রথমবারের মতো মেলা চলে যায় পূর্বাচলে বিবিসিএফইসিতে।
বিডি২৪অনলাইন/ই/এমকে