মন্তব্য
আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে কোথাও কোনো ধরণের নিরাপত্তার ঝুঁকি নেই বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। সনাতন ধর্মাবলম্বীরা অতীতের মতো এবারও নিশ্চিন্তে পূজা উদযাপন করতে পারবেন।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার তোপখানা রোডে পুলিশ সদর দপ্তরে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি জানান। আইজিপি বলেন, দুর্গাপূজা ঘিরে জঙ্গি হামলার কোনো আশঙ্কা না থাকলেও পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে। নিরাপত্তায় কোনো ছাড় দেওয়া হবে না।
বিডি২৪অনলাইন/এন/এমকে