ফসল উৎপাদন খরচের সঠিক তথ্য বের করতে হবে

নিজস্ব প্রতিবেদক
২৬ সেপ্টেম্বর ২০২৪

ফলস উৎপাদন খরচের তথ্যগত ভুল কৃষকদের ক্ষতিগ্রস্ত করে, ন্যায্যমূল্য থেকে তার বঞ্চিত হয় বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সংশ্লিষ্টদের বলেছেন, উৎপাদন খরচের সঠিক তথ্য বের করতে হবে। পরিসংখান সঠিক হতে হবে। এতে কৃষক উপকৃত হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার মতিঝিলে কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) পরিদর্শন উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায়   কথা বলেন।

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ কৃষির সাফল্যের মূল কারিগর কৃষক হলেও তাদের কোনো মূল্যায়ন হয় না জানিয়ে উপদেষ্টা আরও বলেন, এ বিষয় থেকে বের হয়ে আসতে হবে। কৃষকদের মূল্যায়ন করতে হবে।

মতবিনিময়কালে সার বীজ সরবরাহ, সেচ ব্যবস্থা, প্রান্তিক পর্যায়ে কৃষকদের সেবা প্রদান, অনিয়ম দুর্নীতি প্রতিরোধ বিষয়ে আলোকপাত করেন উপদেষ্টা। বলেন, প্রয়োজনের অতিরিক্ত সার কীটনাশক ব্যবহার রোধ করতে হবে। ইউরিয়া সারের মাত্রাতিরিক্ত ব্যবহার জমির দীর্ঘমেয়াদে ক্ষতি করে, এটা কৃষকদের বোঝাতে হবে।

বিডি২৪অনলাইন/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর