নকলায় বিষপানে যুবকের আত্মহত্যা

সংবাদদাতা
২৭ সেপ্টেম্বর ২০২৪


শেরপুরের নকলায় হুজরিকান্দা গ্রামে হুজাইফ আহমেদ নামের এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে। তিনি ওই গ্রামের মৃত মহসিন আলীর ছেলে। 

হুজাইফের বড় ভাই সাদ্দাম জানান, তাদের বাড়ির পুর্ব পাশে একটা পুকুর আছে। শুক্রবার ভোরে সেখান দিয়ে যাওয়ার সময় হুজাইফের গোঙানি শুনতে পান তিনি নিজেই।

তিনি বলেন, ছোট ভাইকে গোঙারাতে দেখে তিনি বাড়ির সবাইকে ডাক দেন। পরে তাকে উদ্ধার করে নকলা  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। কিন্তু ময়মনসিংহে পৌঁছানোর আগেই পথে হুজাইফ মারা যায়। 

এদিকে পুলিশ স্থানীয়দের বরাত দিয়ে বলছে, হুজাইফ মানসিক রোগী ছিলেন।


মন্তব্য
জেলার খবর