ভারতে মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে মুসল্লীদের বিক্ষোভ

পঞ্চগড় প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২৪

মহানবী হযরত মুহাম্মদ (সা.)- এর নামে ভারতের মহারাষ্ট্রে রামগীরি মাহারাজ বিজেপি সাংসদ নিতেশ নারায়ন রায়ের জঘন্য কটুক্তিমুলক বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন পঞ্চগড়েরর মুসল্লিরা।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পর বৃষ্টি উপেক্ষা করে শহীদ মিনারের সামনে থেকে মিছিলটি বের হয়। সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদের ব্যানারে বের হওয়া মিছিলটি  প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ মিনারের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে নরেন্দ্র মোদি সরকারকে রামগীরি মাহারাজ নিতেশ নারায়ন রায়কে বিচারের আওতায় না আনতে হবে। না হলে আমরা বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিবো। আমরা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছি।

সমাবেশে ইসলামী আন্দোলনের সভাপতি আব্দুল হাই, ইসলামী আন্দোলন সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদের সাধারন সম্পাদক আব্দুল্লাহ,সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদের দপ্তর সম্পাদক নুর আলম,ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা মোহাম্মদ সোহেল রানাসহ কয়েকটি ইসলামী সংগঠনের নেতারা অংশ নেন।

 

 

বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর