মন্তব্য
চলতি সেপ্টেম্বর মাসে টানা চার দফা বাড়ানোর পর দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দেওয়া হয়েছে। নতুন দরে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনার দাম এক লাখ ৩৭ হাজার ৪৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর কথা জানায়। রোববার (২৯ সেপ্টেম্বর) থেকে সোনার নতুন দাম কার্যকর হবে।
সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতি ভরি ২১ ক্যারেট ১ লাখ ৩১ হাজার ১৯৬ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ১২ হাজার ৪৫২ টাকা এবং সনাতন পদ্ধতির ক্ষেত্রে ৯২ হাজার ২৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এদিকে সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম।
বিডি২৪অনলাইন/ই/এমকে